কবিতাসাহিত্য সংবাদসাহিত্য সাধনা
জাতির পিতা_মোহাম্মদ অাশরাফুল অালম রতন
চোখের জলে ভাসছে স্মৃতি, মহান নেতার স্মরণে।
বুক ভেঙ্গে য়ায় কষ্টে মোদের, ব্যাথার স্মৃতি বরণে।
কাদঁছে হাসি,কাদছে বাশী,দুখের বৃন্দাবন।
স্বপনভেঙ্গে জাগো নেতা,করবো অাবার পণ।
তজর্নী কি গজর্নিতে, কন্ঠে তোমার,কামার,কুমার,কৃষক, লাঠি ধর।
পথ হারিয়ে বাধভেঙ্গে যায় মহান নেতার অনুসর।
ডাকেরবানে, হৃদয়টানে মুক্তিকামী জনতার।
দাসত্তের ঐ পরাধিনতা, নির্বাসনের গন্ডিপার।
নয়টি মাসে যুদ্ধগ্রাসে,পাকিস্হানি হানাদার।
বর্বরতা হার মানলো শোষন হলো নির্বিচার।
বুকের তাজা রক্তে রাঙ্গা, লাল সবুজের পতাকা।
জাতির পিতা নামটি তোমার স্বর্নাখ্খরে রইল অাকা।
অনেক সুখের পরস পেলেও,অামরা তোমায় ভুলবনা।
অাগষ্টেরি শোকমাতমে,এই হউক সবার প্রার্থনা।