বরিশালবিভাগীয় খবর
ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে
ট্রাফিক সাইন, সিগন্যাল মেনে চলতে হবে, নিরাপদ জায়গা দিয়ে রাস্তা পার হতে হবে- এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজনে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি পর্নাঢ্য র্যালী রেব হয়। র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের ফরিদপুরের উপ-পরিচালক এরাদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. সাইফুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রুখসানা রহমান, বিআরটিএর অতিরিক্ত পরিচাল আতিকুল আলম, শ্রমীগ লীগের সভাপতি মো. আক্কাস হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হওয়া র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।