ভালুকায় প্রতিপক্ষের হামলায় ৩ মহিলা আহত
ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের ভাঁটগাঁও গ্রামে প্রতি পক্ষের হামলায় একই পরিবারের ৩ মহিলা গুরুতর আহত হয়েছে। আহতরা হলো আকলিমা খাতুন (২৬) স্বপ্না আক্তার (২৫) ও সাবিনা ইয়াসমিন (২৪)। আহতদেরকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
জানাযায়, রোববার (১১ নভেম্বর) সকালে ভাঁটগাঁও গ্রামের আনারুল ইসলামের বাড়ীতে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী শাখাওয়াত হোসেন ও আকরাম হোসেন গংরা দা, লাঠি লোহার রড নিয়ে প্রবেশ করে অশ্লীল গালমন্দ শুরু করে। কারন জানতে চাওয়ায় তারা মহিলাদেরকে দাদিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে আকলিমা ও স্বপ্নার মাথায় রক্তাক্ত জখম হয়। তাদেরকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আনারুল বাদী হয়ে ৬ জনকে আসামী করে ভালুকা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।