বরিশালবিভাগীয় খবর

স্যানিটেশন এবং হাইজিন বিষয়ক টেকসই উন্নয়ন ল্যমাত্রা অর্জন কার্যক্রম শীর্ষক কর্মশালা

 

এ আল মিরাজ ঃ বরগুনায় পানি,স্যানিটেশন এবং হাইজিন বিষয়ক টেকসই উন্নয়ন অভীষ্ট ল্যমাত্রা অর্জন কার্যক্রম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।গতকাল (২৭ নভেম্বর ) মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পৌরসভা মিলনায়তন কে ডব্লিউএআই ওয়াশ এসডিজি প্রেগ্রামের আওতায় নেদারল্যান্ড সরকারের অর্থায়নে সিমাভী ও প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের সহযোগীতায় পানি,স্যানিটেশন এবং হাইজিন বিষয়ক টেকসই উন্নয়ন অভীষ্ট ল্যমাত্রা অর্জন কার্যক্রম শুরু শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো.আনোয়ারুল নাসের। বরগুনা পৌরসভার প্যানেল মেয়র (সংরতি মহিলা কাউন্সিলর) সামসুন্নাহার নাসরিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিমাভী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর আলোক কুমার মজুমদার ,সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহীন খান ,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মির্জা.নাজমুল হাসান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসীম উদ্দিন আহম্মেদ, জেলা মাধ্যমিক শিা অফিসার মো. শাহদাত হোসেন,প্রাথমিক শিা অফিসার মিজানুর রহমান, সমবায় অফিসার মো. মোশতাক আহম্মেদ, সমাজ সেবা অফিসার খন্দকার গোলাম সরোয়ার,পৌর-সচিব মো. রফিকুল ইসলাম, দ্বীপাঞ্চল পত্রিকার সম্পাদক মো. মোশারফ হোসেন, প্রেসকাব সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ , নিরাপদ সড়ক চাই বরগুনার সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান অভি, (সংরতি মহিলা কাউন্সিলার জেসমিন আরা, নুরুনেচ্ছা আজাদ , কাউন্সিলর আতাউর রহমান বাবুল , আল আমিন,ফারুক সিকদার, প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের পোগ্রাম ম্যানেজার দীপক চন্দ্র রায় , কর্মজীবী নারী এনজিও এর প্রকল্প সমন্বয়কারী উত্তম কুমার সরকার, হোপ ফর দি পুওরেষ্ট প্রেগ্রাম ম্যানেজার অহিদুর রহমান,কর্মজীবী নারীর প্রকল্প ম্যানেজার খাদিজা আইরিন,উত্তরণ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন,স্লোব বাংলাদেশ প্রতিনিধি মাসুদা আক্তার পলি ,এস এম মোতাকাব্বির প্রমূখ।, কর্মশালায় এ প্রকল্পের মাধ্যমে নারী, শিশু,কিশোর-কিশোরী ও সমাজের পিছিয়ে পড়প জনগোষ্ঠীর অংশগ্রহন, চাহিদা সৃষ্টি ওসেবা প্রদান সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি খাতকে সম্পৃক্ত করার মাধ্যমে টেকসই ও সবার জন্য ওয়াশ সেবার মান নিশ্চিত করার লে প্রকল্প শুরু অবহিতকরণ বিষয় মাল্টি মিডিয়া প্রজেক্টরের প্রদর্শন ও মুক্ত আলোচনা করা হয়।প্রকল্পটি যৌথভাবে প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের ,উত্তরণ ও হোপ ফর দি পুওরেষ্ট এবং বরগুনা পৌরসভার তত্তাবধানে পৌর এলাকায় বাস্তবায়ন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button