ভালুকার হবিরবাড়ীতে নৌকার প্রার্থীর গণসংযোগ
ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহ-১১ ভালুকা আসনে নৌকার প্রার্থী আলহাজ কাজিম উদ্দিন আহামেদ ধনু উপজেলার হবিরবাড়ীতে গণসংযোগ করেছেন।
শুক্রবার(১৪ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপি উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও,আওলাতলি,কাঁশর বাজার, গৌরিপুর,কাশঁর চৌরাস্তা, ঝালপাজা,মাসটারবাড়ীসহ বিভিন্ন ওর্য়াডে গণসংযোগ করেন। এ সময় আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমুলক প্রচারনা চালান। আলহাজ কাজিম উদ্দিন আহামেদ ধনু এমপি নির্বাচিত হলে এলাকার অসমাপ্ত রাস্তা,ব্রীজ ও বিভিন্ন উন্নয়মুলক কাজ করার আশ্বাস দিয়ে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
এ সময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, আওয়ামীলীগ ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এজাদুল হক পারুল, শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম, ছাত্রগীগের সাধারন সম্পাদক শাহরিয়ার হক সজিব, সাবেক ছাত্রলীগ নেতা মিনার হোসেন,ইউনিয়ন যুবলীগ সভাপতি আবু সাঈদ, সাধা: সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু, স্বেচ্চাসেবকলীগে সভাপতি বাবুল হোসেন ঢালী, সাধা: সম্পাদক মিজানুর রহমান,শ্রমিকলীগ সভাপতি আতিকুল ইসলাম খান, সাধা:সম্পাদক মনিরুজ্জামান সুমন, ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান নয়ন প্রমূখ।