ভালুকায় মহিলাভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মেঘলা আক্তার লিলির সংবাদ সম্মেলন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্নউপজেলাপরিষদ নির্বাচনেমহিলাভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলাররাজৈগ্রামেরবাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব এর মেয়ে মুক্তিযোদ্ধা সন্তানকমান্ডভালুকাউপজেলারমহিলাসম্পাদিকা ও যুবমহিলালীগ নেত্রী মেঘলা আক্তার লিলি মঙ্গলবার সকালেউপজেলাআ’লীগকার্যালয়ে এক সংবাদ সম্মেলন এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবেপ্রচারণাশুরু করেন । এ সময়উপজেলাআ’লীগের দপ্তরসম্পাদক মুক্তিযোদ্ধা কাজিমউদ্দিনআহমেদ, মুক্তিযোদ্ধা মোতালেব, ইউপিসদস্য আঃহামিদ, সংরক্ষিতমহিলাসদস্য সাজেদা বেগম ও যুবমহিলালীগেরসংগঠনিকসম্পাদকলিপি আক্তার সহযুবমহিলালীগের নেতৃবৃন্দ সহসংবাদ সম্মেলনে স্থানীয়ইলেকট্রনিক ও প্রিন্টমিডিয়ারসংবাদ কর্মীরাউপস্থিত ছিলেন ।
মেঘলা আক্তার লিলিজানান, আমিআসন্নউপজেলাপরিষদ নির্বাচনেমহিলাভাইস চেয়ারম্যান পদে আ’লীগ থেকে দলীয়মনোনয়নপদপ্রার্থী। জননেত্রীপ্রধানমন্ত্রীমাননীয় শেখহাসিনারউন্নয়নেরদ্বারাঅব্যাহতরাখতে ও ভিশন ২০৪১ সফলকরতে নেতাকর্মীদেরনিয়েদিবারাত্রিকাজকরেযাচ্ছিআমাকেউপজেলাপরিষদ নির্বাচনেমহিলাভাইস চেয়ারম্যন পদে নৌকারমনোনয়নদিলেআল্ল¬াহররহমতেজনগণনের সমর্থনে নির্বাচিতহতেপারবইনশাল¬াহ। এসময় স্থানীয়সংবাদ কর্মীদেরসর্বাতœকসহযোগিতাকামনাকরেন।