মিডিয়ামিডিয়া দেশ-বিদেশ

শাহ আলমগীরের প্রতি সিএমজেএফের শ্রদ্ধা

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক ও বিশিষ্ট সাংবাদিক মো. শাহ আলমগীরের মরদেহে শ্রদ্ধা জানিয়েছে পুঁজিবাজার বিটের সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ)।

জাতীয় প্রেস ক্লাব চত্বরে বৃহস্পতিবার বেলা ৩টায় শাহ আলমগীরের তৃতীয় জানাজা শেষে সিএমজেএফের পক্ষ থেকে এ শ্রদ্ধা জানানো হয়। সংগঠনটির সভাপতি হাসান ইমাম রুবেলের নেতৃত্বে উপস্থিত ছিলেন সিএমজেএফর সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু, অর্থ সম্পাদক আবু আলীসহ অন্য সদস্যরা।

এ ছাড়া বিশিষ্ট এ সাংবাদিকের মরদেহে শ্রদ্ধা জানায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

এর আগে জাতীয় প্রেস ক্লাব চত্বরে জানাজায় অংশ নেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিইউএফজে) সভাপতি মোল্লা জালাল, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ প্রমুখ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাহ আলমগীর। গত ২১ ফেব্রুয়ারি রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button