ভালুকা উপজেলা নির্বাচনে নৌকা পেলেন আলহাজ্ব গোলাম মোস্তফা
মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি : জল্পনা-কল্পনা’র অবসান ঘটিয়ে চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ দলীয় প্রতীক নৌকা’র মনোনয়ন পেয়েছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লেিগর সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা।
শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় গন ভবনে বাংলাদেশ আ’লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সভাপতিত্বে সংগঠনের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এমপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সারা দেশে চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।
ময়মনসিংহ বিভাগের তালিকায় ভালুকা’র দলীয় প্রার্থী হিসেবে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা’র নাম ঘোষনা করা হয় বলে দলীয় একাধিক সুত্র জানায়। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে দলীয় নেতা-কর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে শুরু করে। ফেসবুকের সুবাদে মুহুর্তের মধ্যে খবরটি দ্রুত চারিদিকে ছড়িয়ে যায়।
আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা’র ছবি মনোনীতদের নামের তালিকা সহ নিজ নিজ আইডিতে পোষ্ট দিয়ে শুভেচ্ছা জানাতে শুরু করে।
দলের স্থানীয় সুত্র জানায় শুক্রবার রাতে গনভবন থেকে দলীয় মনোনয়ন প্রাপ্ত নেতাদের নাম প্রকাশ করা হলেও আগামীকাল শনিবার মনোনয়নের যাবতীয় কাগজ পত্র হস্তান্তর করা হবে। দলীয় প্রার্থীকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছে নেতা-কর্মীরা। ধারনা করা হচ্ছে শনিবার বিকেলে বিশাল শো-ডাউনের মাধ্যমে দলীয় প্রার্থীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করবে আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এ দিকে শনিবার বিকেলে সংরক্ষিত মহিলা আসনের এমপি ও প্রয়াত ভাষা সৈনিক মোস্তফা মতিন তনয়া সাবেক ভিপি মনিরা সুলতানা মনিকে সংবর্ধনার পুর্ব নির্ধারিত কর্মসুচী রয়েছে। ভালুকা স্মৃতি সৌধ চত্বরে দলীয় নেতা-কর্মীরা এ সংবর্ধনার আয়োজন করছে। এমপি মনোনীত হওয়ার পর শনিবার ভালুকায় প্রথম আগমন ঘটছে মনিরা সুলতানা মনি’র।
দিনটিকে স্মরনীয় করে রাখতে চায় দলীয় কর্মী-সমর্থকরা। সে মাফিক যাবতীয় প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ঠ নেতা-কর্মীরা। সব মিলিয়ে শনিবার বিকেলে আ’লীগের বিশাল শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে দলের তৃনমুলের কর্মী-সমর্থকদের নিয়ে।