ভালুকায় পাঁচ খাদ্যব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় পাঁচ খাদ্য ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (০৫ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি দল ভূক্তা সংরক্ষণ আইনে উপজেলার বর্তা গ্রামে প্রতিষ্ঠিত মাজেদ মিয়ার বেকারী কারখানাকে ২০ হাজার টাকা, ভালুকা পাঁচ রাস্তামোড় গ্র্যান্ড সুইটস এর মালিক দুলাল মিয়াকে ৩০ হাজার টাকা এবং হাফিজ উদ্দিনের হুজাইফা মিষ্টি ভান্ডার ও মা মিষ্টি ভান্ডারকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ র্যাব-১৪ এর এএসপি তৌফিক আলম, ভূক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক নিশাদ মেহেদী। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল জানান, বেকারী কারখানায় খাদ্যদ্রব্যে অধিক পরিমাণে অ্যামুনিয়া থাকায় এবং মিষ্টি দোকানগুলোতে ফ্রিজে পঁচাবাশি খাবার ও ওজনে কম দেয়ার এমনকি ২১০ গ্রামের অধিক ওজনের মিষ্টি বিক্রির খালি পেকেট পাওয়া যাওয়ার অভিযোগে তাদের জরিমানা হরা হয়।