ভালুকায় পরিবার পরিকল্পনা বিভাগের স্বাধীনতা দিবস উদযাপন
ভালুকা নিউজ ডট কম, বিশেষ প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় দিন ব্যাপী বিশেষ সেবা প্রদান কর্মসূচি আয়োজন করে। মঙ্গলবার (২৬ মার্চ) উপজেলার ১১ টি ইউনিয়নে এ কর্মসূচি আয়োজন করা হয়। এ দিনে শিশু, কিশোর কিশোরি, গর্ভবতী, প্রসব ও প্রসবোত্তর সেবা সহ সাধারন রোগিদেরও সেবা দেয়া হয়।
সদর ক্লিনিকে সেবাদান কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহ্দী হাসান খান। এ সময়ে তিনি স্বাভাবিক প্রসব সেবা গ্রহিতা মা ও পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। তিনি জানান বর্তমানে প্রাতিষ্ঠানিক স্বাভাবিক প্রসব সেবা বৃদ্ধির জন্য বিশেষ কিছু উদ্যোগ নেয়া হচ্ছে।ফলে স্বাভাবিক প্রসব সেবাও বৃদ্ধি পাচ্ছে। ভালুকা নিউজ ডট কমের মাধ্যমে তিনি ভালুকার সেবা গ্রহীতাদের প্রাতিষ্ঠানিক স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) সেবা গ্রহনের জন্য সদর ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সমূহে আসার আহ্বান জানান।