ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মাঠে নামলেন যুবলীগ সভাপতি
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে আনুষ্ঠানিক ভাবে নেতাকর্মীদের সাথে নিয়ে সতন্ত্র প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগ সভাপতি আবু সাঈদ।
বৃহস্পতিবার (২৮ মার্চ ) বিকালে হবিরবাড়ী সীডষ্টোর বাজার হযরতুল উলুম হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় উপজেলা চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের নির্বাচনী প্রচার অনুষ্ঠানে আবু সাঈদ তালুকদারের সভাপতিত্বে হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগ সভাপতি আবু সাঈদ নেতাকর্মীদের সাথে নিয়ে কয়েকশ লোক সহ আনারস প্রতীকের প্রচারে অংশ গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়া, ইউনিয়ন যুবলীগ সহ সভাপতি সাইফুল ইসলাম, ইউ: যুবলীগ সহ সভাপতি নেতা মাহবুব আলম, ইউ: যুবলীগ সদস্য আনোয়ার হোসেন খান, সাবেক ইউ: ছাত্রলীগ সভাপতি সরদার আলমগী কবির, সাবেক ইউ: ছাত্রলীগ সম্পাদক সোহেল রানা, সাবেক ছাত্রলীগ নেতা মিনার হোসেন, হবিরবাড়ী ইউনিয়ন কৃষকলীগ সভাপতি বাবুল হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ইউনিয়ন আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি আতিকুল ইসলাম খান, হবিরবাড়ী শ্রমিক ইউনিয়ন সভাপতি মাসুদ রানা, ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আবুল হাসেম ফকির, ২নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আবুল হাসেম, প্রমুখ।
আসন্ন ৩১ মার্চ ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্দ্বিতা করছেন চারজন। আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক পেয়ে নির্বাচনে প্রতিদদ্বিতায় নেমেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ গোলাম মোস্তফা, একই পদে সতন্ত্র প্রাথী হিসাবে আনারস মার্কা নিয়ে প্রতিদ্বন্দিতায় নেমেছেন বর্তমান এমপি আলহাজ কাজিম উদ্দীন আহম্মেদ ধনুর ভগ্নিপতি উপজেলা কৃষকলীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, অপর প্রতিদন্দ্বীরা হলেন ইঞ্জিনিয়ার মহিউদ্দীন দোয়াত কলম মার্কা এবং ন্যাশনাল পিপলস্ পার্র্টি( এনপিপি) ও ন্যাশনালিস্ট ডেমোক্্েরটিক ফ্রন্ট( এনডিএফ) সর্মথিত মনির হোসাইন ব্যাপারি আম মার্কা নিয়ে স্ব স্ব অবস্থানে শান্তিপুর্ণ নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।