কবিতাসাহিত্য সাধনা
ঐতিহ্যের বৈশাখ
আবুল বাশার শেখ
আজ বাদে কাল পহেলা বোশেখ
দিকে দিকে বর্ষবরণ প্রস্তুতি ঠিক দেখ।
একসাথে মিলে মিশে আনন্দ উৎসব
বাঙালীদের প্রাণের মেলা শুধু কলরব।
পান্তা ইলিশ সেরা খাবার এই দিনে
বোশেখটা কি জমে বলে মেলা বিনে!
ছোট বড় বাহারী দোকান দেখতে লাগে বেশ
পুরোনো দিনের ঐতিহ্য লালসবুজের দেশ।
হালখাতায় পুরোনো হিসেব নতুন ভাবে আসে
আনন্দ আর উৎসবে বাঙালীরা ভাসে।
বাংলা গানে বাঙালী প্রাণে সবাই মাতোয়ারা
বাংলাদেশের জন্ম বৃথা পহেলা বোশেখ ছাড়া।
ঐতিহ্যের বৈশাখ মাস বুকের মাঝে রাখি
বৈশাখে ছেলে বুড়ো মুক্ত ডানার পাখি।
আমরা বাঙালী এই দিনে নেই ধর্মভেদ
আনন্দ উৎসবে মাতি ভুলি দুঃখ ক্লেদ।
যুগের পরে যুগ চলে যায় বোশেখ থাকে ঠিক
ঐতিহ্যের ধারক বাংলা বিস্ময় চারিদিক।
তারিখ- ১৩-০৪-২০১৯