নুসরাত হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ভালুকায় মানববন্ধন
ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি: ফেনীর সোনগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রে আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে(১৮) পুড়িয়ে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
শনিবার(১৩এপ্রিল) সকাল সারে দশটায় উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ী ইউনিয়ন সোনারবাংল উচ্চ বিদ্যায়ের সামনে স্থানীয় সাধারন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে রাফি হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন হবিরবাড়ী ইউনিয়ন সোনারবাংল উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি হাজী শাহাবউদ্দিন তালুকদার, স্কুলের প্রধান শিক্ষক নূরুল ইসলাম মানিক, কমিটির সদস্য কমল ঢালী, হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি অনিক তালুকদার, ছাত্রনেতা শরীফ নাফে আল নাঈম, আশিকুর রহমান শাকিল, আল কুরআন ফাউন্ডেশনের সভাপতি হাবিবুল্লাহ জিহাদী, নাজমুল হাসান রোমান, শেখ মহসীন আলম, জান্নাতুল শারমীন, আকরাম, রনি, জিসান, যোবায়ের প্রমূখ।
পাঁচশতাধীক শিক্ষার্থীর অংশগ্রহনে প্লেকার্ড, ফেস্টুনসহ এই মানববন্ধনের রাফি হত্যার বিচারের দাবি জানানো হয়। প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধনে সর্বসাধারনের অংশগ্রহন ছিলো স্বত:স্ফুর্ত। অপরদিকে রাফি হত্যার বিচার দাবিতে উপজেলার বাসস্ট্যান্ড চত্বরে বিভিন্ন মানবাধীকার সংগঠনের মানববন্ধন করার প্রস্তুতি চলছে।