গ্রামীণ কৃষিপ্রাণের বাংলাদেশ
ভালুকায় ১৬০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১৬০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮এপ্রিল) সকালে উপজেলা কমলা উন্নয়ন কেন্দ্রের হল রুমে জনপ্রতি ২৫ কেজি সার ও পাঁচ কেজি আউশ ধান বীজ বিনামূল্যে বিতরণ করেন, স্থানীয় এমপি কাজিম উদ্দিন আহমেদ ধনু। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রোমেন শর্মার সভাপতিত্বে এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেসমিন নাহার, আ’লীগ নেতা ওমর হায়াত খান নঈম, উপজেলা কৃষকলীগের সভাপতি আহসান হাবিব মহন ও ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন প্রমূখ।