আন্তর্জাতিক

করোনা বিশ্বের ২ লাখ ৮৭ হাজার মানুষের প্রাণ কাড়লো

ভালুকা নিউজ ডট কম, আর্ন্তজাতিক ডেস্ক: মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে পুরো বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৪২ লাখ ৫৬ হাজার ৫৩ জন। এছাড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮৭ হাজার ৩৩৬ জন।

মঙ্গলবার (১২ মে) দুপুর ১১ টায় করোনা পরিস্থিতির আন্তর্জাতিক জরিপ প্রতিষ্ঠান ওয়ার্ল্ডওমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

রিপোর্টে উল্লেখ করা হয় যে, বর্তমানে ২৪ লাখ ৪১ হাজার ১৪৯ জন চিকিৎসাধীন এবং ৪৬ হাজার ৯৩৯ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ২৭ হাজার ৫৬৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১৩ লাখ ৮৫ হাজার ৮৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮১ হাজার ৭৯৫ জনের। মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে এবং ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩২ হাজার ৬৫ জনের। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ২৩ হাজার ৬০ জন। তৃতীয় স্থানে নেমে এসেছে ইতালি। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৩০ হাজার ৭৩৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৮১৪ জন।

এছাড়া স্পেনে করোনায় মৃতের সংখ্যা ২৬ হাজার ৭৪৪ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৮ হাজার ১৪৩ জন।

ফ্রান্সে করোনায় ২৬ হাজার ৬৪৩ জনের মৃত্যু ও ১ লাখ ৭৭ হাজার ৪২৩ জন আক্রান্ত হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৯১৯ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে ২৪ ঘণ্টায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ২৩৯ জনের মৃত্যু হলো।

এ ছাড়া নতুন করে আরো এক হাজার ৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৬৯১ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button