ভালুকায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি (কম্বাইন্ড হারভেস্টার) মেশিন প্রদান
ভালুকা নিউজ ডট কম, বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা বাস্তবায়ন ও মনিটরিং সেল এর আওতায় ৫০% উন্নয়ন সহায়তা (ভর্তুকি) প্রদানের মাধ্যমে কৃষি যন্ত্রপাতি (কম্বাইন্ড হারভেস্টার) দুইটি মেশিন কৃষকদের প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে ভালুকা উপজেলা পরিষদ চত্বরে, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা বাস্তবায়ন ও মনিটরিং সেল এর আওতায় ৫০% উন্নয়ন সহায়তা (ভর্তুকি) প্রদানের মাধ্যমে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি (কম্বাইন্ড হারভেস্টার) মেশিন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ। এ সময় উপজেলা কৃষি অফিসার নারগিস আক্তার সহ প্রশাসনের অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কৃষি অফিসার নারগিস আক্তার জানান, উপজেলা কৃষি অফিস, ভালুকা, ময়মনসিংহ এর বাস্তবায়নে প্রতিটি মেশিনে ছয় লাখ টাকা করে ভর্তুকি দিয়ে দু’টি মেশিন কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। যার মাধ্যমে অতি সহজেই তারা কৃষি কাজ করতে পারবে।