ভালুকায় তথ্য যাচাইয়ে পরিবার পরিকল্পনা বিভাগের তৎপরতা
ভালুকা নিউজ ডট কম; বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় করোনা পরিস্থিতিতে রেশন কার্ডের উপকারভোগীদের তথ্য যাচাইয়ের জন্য প্রত্যেক ব্যাক্তির বাড়ী বাড়ী যাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা। একটি নির্ভুল তালিকা প্রনয়নের জন্য সরেজমিন পরিদর্শনের মাধ্যমে উপাত্ত যাচাইয়ের এ উদ্যোগ নেয়া হয়েছে।
উপজেলার ৪নং ধীতপুর ইউনিয়নে ৪১৮ জন উপকারভোগীর বাড়ি গিয়ে একদিনে তথ্য সংগ্রহ ও যাচাই সম্পন্ন হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার পরিকল্পনা পরিদর্শক, ফার্মাসিস্ট ও পরিবার কল্যান পরিদর্শিকাগন এক যোগে এ কাজ সম্পন্ন করেছেন।
ধীতপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে একযোগে এ উপাত্ত যাচাই সম্পন্ন হয়েছে,যা ত্রাণ কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা আনবে বলে আশা ব্যাক্ত করেছেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহদী হাসান খান। বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডারের এ কর্মকর্তা আরও জানান করোনা পরিস্থিতিতে প্রজনন স্বাস্থ্যসেবা প্রদানে সেবা কেন্দ্রের পাশাপাশি হটলাইন ১৬৭৬৭ সম্পর্কেও জনগণকে অবহিত করা হচ্ছে ।
ধীতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম আশরাফ জানান, সরকারের গৃহীত পদক্ষেপ অনুযায়ী আমাদের করা তালিকা যাচা্ইয়ের মাধ্যমে স্বচ্ছতা ও জবাব দিহিতা মূল্যায়িত হয়েছে। যার কারণে যারা সঠিক সহায়তার পাওয়ার যোগ্য তারাই সহায়তা পাবে বলে আশা রাখি।