ভালুকা উপজেলাসারা ভালুকা
ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের দুই চিকিৎসক করোনায় আক্রান্ত

ভালুকা নিউজ; বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৫ মে)সন্ধ্যায় এই বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক অফিস সহকারী ও বুধবার এক ল্যাব সহকারীও আক্রান্ত হয়েছিলেন। আজ দুই ডাক্তারের শরীরে করোনা পজেটিভ আসে।আক্রান্ত দুই ডাক্তার হলেন ডা. মুশফিক সালেহীন ও ডা. সাঈদ। সরকারী হাসপাতালের চার জনসহ উপজেলায় মোট ১৪ জন করোনায় শনাক্ত হয়েছেন। এদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে এবং আরেক জন মাস্টার হাসপাতালে আইসোলেশন রয়েছেন। বাকীরা সবাই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
দিন দিন ভালুকায় করোনার রোগী বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতংক। এতো কিছুর পরও রাস্তা ঘাট, হাট বাজারগুলোতে মানছেনা কেউ সামাজিক দূরত্ব যার কারণে দিনকে দিন এই ঝুকি আরও বৃদ্ধি পাচ্ছে বলে মনে করেন সচেতন মহল।
Chat Conversation End