আন্তর্জাতিক

ভারতীয় ২৩ শ্রমিকের পথেই মৃত্যু হলো

ভালুকা নিউজ; আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন অভিবাসী শ্রমিক নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে লখনৌ থেকে ২০০ কিমি দূরে আউরাইয়া জেলায় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই, হিন্দুস্তান টাইমস জানায়, এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, রাজস্থান থেকে শ্রমিকরা ট্রাকে করে বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে ফিরছিলেন। এসময় তারা দুর্ঘটনার শিকার হন।

এদিকে আহতদের উদ্ধার করে নিকটবর্তী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আউরাইয়া জেলা প্রশাসক (ডিসি) অভিষেক সিংহ বলেন, দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যুর পাশাপাশি ১৫-২০ জন আহত হয়েছেন। ওই শ্রমিকদের অধিকাংশই বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বাসিন্দা।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দফতর থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘যে সব শ্রমিক প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি নির্দেশ দিয়েছেন আহত শ্রমিকদের চিকিত্‍সার যেন কোনো ত্রুটি না হয়।’

প্রসঙ্গত দেশটিতে চলমান লকডাউনের মধ্যেই বিভিন্ন রাজ্য থেকে শ্রমিকরা বাড়ি ফিরছেন। আর পথেই তারা দুর্ঘটনার শিকার হচ্ছেন।

এর আগে গত গত বুধবার উত্তর প্রদেশে বাসচাপায় ৬ পরিযায়ী শ্রমিক নিহত হয়। পরদিন বৃহস্পতিবার ভোরে মধ্যপ্রদেশের গুনায় শ্রমিক বহনকারী একটি ট্রাক ও দ্রুতগতির একটি বাসের সংঘর্ষে ৮ জন নিহত ও ৫৪ জন শ্রমিক আহত হন।

এদিকে গত বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় বিদ্যুতের খুঁটিতে ট্রাক্টরের ধাক্কা লেগে ৭ নারীসহ ১০ শ্রমিক নিহত হন।

গত ৯ মে ভারতের মহারাষ্ট্রে একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে ঘুমন্ত ১৬ পরিযায়ী শ্রমিক নিহত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button