ভালুকায় ভিক্ষুকদের গ্রামীণ ব্যাংকের ত্রাণ বিতরণ

স্টাফ রির্পোটার: ময়মনসিংহের মল্লিকবাড়ী ভালুকা শাখার উদ্যোগে হতদরিদ্র, দুস্থ ও ভিক্ষুকদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। সোমবার সকালে মল্লিকবাড়ীস্থ গ্রামীন ব্যাংক শাখা কার্য্যালয়ে এই ত্রাণ বিতরণ করা হয়। এতে মোট ১৮টি পরিবারের মাঝে ১ মাসের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও নগদ ৬শত টাকা ২য় দফায় প্রদান করা হয়। এর আগেও একই পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে চাল ৩০কেজি, ডাল ৪কেজি, সয়াবিন তৈল ২লিটার, আলু ৮ কেজি, পেঁয়াজ ৪কেজি, লবণ ২ কেজি, সাবান ৪টি এবং নগদ ৬০০শত টাকা প্রদান করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, মোঃ শফিউল আজম খান, ম্যানেজার গ্রামীণ ব্যাংক, মোঃ মোস্তাফিজুর রহমান ২য় অফিসার গ্রামীন ব্যাংক,দীপু রাণী চৌধুরী,মোঃ শাখাওয়াত হোসেন,মোঃ শরাফ উদ্দিন,মোঃ এনায়েম হোসেন। স্থানীয় নেতৃবৃন্দদের মাঝে ছিলেন,মোঃ আব্দুস সামাদ,ডাঃ পারভেজ আহম্মেদ প্রমুখ।