ভালুকায় এতিম ছাত্রদের মধ্যে একতা সমাজ সেবা সংগঠনের পাঞ্জাবী বিতরণ
ভালুকা নিউজ; বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ এবং প্রবাসীদের যৌথ উদ্যোগে পরিচালিত সেচ্ছাসেবী একতা সমাজ সেবা সংগঠনের আয়োজনে ২৯ জন মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে ঈদের উপহার স্বরূপ নতুন পাঞ্জাবী বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ মে)সকালে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর এলাকার ‘মামারিশপুর দারুল উলুম মাদরাসা ও এতিমখানা’ মাদ্রাসা মাঠে বাংলাদেশ এবং প্রবাসীদের যৌথ উদ্যোগে পরিচালিত সেচ্ছাসেবী সংগঠন “একতা সমাজ সেবা সংগঠন” এর উদ্যোগে আয়োজিত আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে এতিম মাদরাসা ছাত্রদের মধ্যে পাঞ্জাবী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।সংগঠনের
সভাপতি এস এইচ দিদার চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার সভাপতি আরিফুল ইসলাম মকবুল, মাদরাসার প্রধান শিক্ষক আব্দুল মালেক, সংগঠনের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার ভূঁইয়া, মোঃ আতিকুল ইসলাম, মোঃ রিমন সহ একতা সমাজ সেবা সংগঠনের সংগঠনের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে ২৯জন এতিম ছাত্রদের মধ্যে ঈদের উপহার পাঞ্জাবী প্রদান করা হয়। সামনে রাজৈ ও হবিরবাড়ী ইউনিনে আরও ১৬জন এতিম ছাত্রদের মধ্যে পাঞ্জাবী বিতরণ করা হবে বলে জানান একতা সংগঠনের মালশিয়া প্রবাসী সহ-সভাপতি জামাল হোসেন।