সারা দেশ

আমাদের সংস্কৃতি এবং মানসিকতা পরিবর্তিত না হলে কোন উন্নয়নই টিকে থাকবে না

 

-পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী

 

ব্রেলভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় উপজেলার নজিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগীতায় রবিবার ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এসডিজি স্থানীয়করণ ভিশন ভিত্তিক পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেক উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এসডিজি বাস্তবায়ন করতে হলে জনগণের সাথে ইউনিয়ন পরিষদের দুরত্ব কমিয়ে পরিকল্পনা মাফিক সকল কার্যক্রম পরিচালনা করতে হবে। আমাদের সংস্কৃতি এবং মানসিকতা পরিবর্তিত না হলে কোন উন্নয়নই টিকে থাকবে না। আমরা যার যার অবস্থান থেকে সর্বাত্মক সহায়তা করে দেশকে এগিয়ে নিয়ে যাবো।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ¦ জয়নাল আবেদীন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অনুকূল চন্দ্র মন্ডল, পতœীতলা উপজেলা গণগবেষণা ফোরাম সভাপতি শাহিনুর রহমান, নজিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুনীল চন্দ্র মহন্ত, মামুনুর রেজা পলাশ প্রমূখ।

কর্মশালায় এসডিজি বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নজিপুর ইউনিয়ন পরিষদের নেতৃত্বে স্থানীয় জনগণের অংশগ্রহণ, নাগরিক সমাজের অনুঘটক সূলভ নেতৃত্ব এবং সরকারী বেসরকারী সেবা বিভাগের কার্যকর সেবা প্রদানের মাধ্যমে আগামি ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের ইউনিয়ন হিসেবে মর্যাদার আসনে পৌঁছাতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়।

কর্মশালায় উপস্থিত ইউনিয়ন পরিষদ সদস্যগণ আগামি এক মাসের মধ্যে ৪ এবং ৫ নং ওয়ার্ডকে ভিক্ষুকমুক্ত ওয়ার্ড হিসেবে ঘোষণা দেবেন বলেও জানান।

অপরদিকে, পতœীতলায় আকবরপুর ইউপির উদ্যোগে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগীতায় শনিবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এসডিজি স্থানীয়করণ ভিশন ভিত্তিক পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় আকবরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মান্দাইন আবেদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, ইউনিয়ন পরিবার পরিকল্পনা  সহকারী বেগম হেলেনা, সংকরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদি হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা বিন ইয়ামিন হিরো, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রুহুল আমিন, উষ্টি বিএস উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান গোল্টেজ, দি হাঙ্গার প্রজেক্টের নারী নেত্রী আনজুমান আরা, সাবরিন সুলতানা দোলন, ইউনিয়ন সমন্বয়কারী হারুনুর রশিদ, ইউনিয়ন পরিষদ সদস্য আতাউর রহমান, মোহাম্মদ আলী, নিলুফা ইয়াসমিন প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button