ভালুকা উপজেলাসারা ভালুকা
ভালুকা মডেল থানায় চৌকিদারদের প্যারেড অনুষ্ঠিত

পৌর প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা মডেল থানা চত্বরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গ্রাম পুলিশদের প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৬ফেব্রুয়ারি)দুপুরে থানা চত্বরে এ প্যারেড অনুষ্ঠানে চৌকিদারদের উদ্যেশ্যে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ বলেন-মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকতে পুলিশ প্রশাসনের সাথে গ্রাম পুলিশদেরকে সজাগ থাকতে হবে এবং ২১শে ফেব্রুয়ারিতে যাতে কোন ধরনে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।
এ সময় নিজ তহবিল থেকে চৌকিদারদেরকে দুপুরের খাবার পরিবেশন করেন অফিসার ইনচার্জ মামুন অর রশিদ।প্যারেড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ওসি(তদন্ত) হযরত আলী,ওসি(অপারেশন) ফাইজুর রহমান প্রমুখ।