ঢাকাবিভাগীয় খবরসারা দেশ

“ গ্লোবাল করেসপনডেন্ডস এবং এফিলিয়ন হলিডেস ’’ এর গাজীপুর শাখার উদ্বোধন

বিশেষ প্রতিনিধি: রোববার (১২ নভেম্বর) সকাল ১০টায় গাজীপুর শহরের রেল গেইট সংলগ্ন কাজী মার্কেটের তৃতীয় তলায় “ গ্লোবাল করেসপনডেন্স এবং এফিলিয়ন হলিডেস” এর গাজীপুর শাখার শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফিলিয়ন গ্রুপের কর্ণধার জনাব জুবায়ের মাহমুদ। আরও উপস্থিত ছিলেন গাজীপুর চেম্বার অব কর্মাস এর সভাপতি এ্যাড. আনোয়ার সাদাত সরকারসহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত প্রতিষ্ঠানের গাজীপুর শাখার প্রধান সম্নয়ক জয় সরকার। এফিলিয়ন গ্লোবাল করেসপনডেন্স এর মাধ্যমে স্টুডেন্ট ভিসা প্রসেসিং(যে কোন দেশ), ওর্য়াক পারমিট ভিসা প্রসেসিং(ইউরোপ)এবং এফিলিয়ন হলিডেস এর মাধ্যমে বিশ্বের যে কোন দেশের টুরিস্ট ভিসা, এয়ার টিকেটও ভ্রমণ প্যাকেজ এর ব্যবস্থাসহ অন্যান্য সেবা প্রদান করে থাকেন বলে জয় সরকার জানান।এতে গাজীপুরবাসির ভোগান্তি অনেকটা লাঘব হবে বলেও তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button