মিডিয়া দেশ-বিদেশসংস্কৃতি-বিনোদন
সালমান খানকে থাপ্পড় মেরেছিলেন ওম!

বিনোদন ডেস্ক: কখনো মেয়েদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আবার কখনো অপছন্দের প্রতিযোগীর মুখে প্রস্রাব ছিটিয়ে দিয়েছেন! সব কিছু মিলিয়ে বিগ বস-এর ইতিহাসে অন্যতম বিতর্কিত ব্যক্তি হলেন স্বামী ওম। বাণীর মুখে প্রস্রাব ছিটিয়ে দেওয়ার পর বসের ঘর থেকে বের করে দেওয়া হয় ওমকে। এরপরই সালমান খানের ওপর ক্ষেপে যান তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ওমের দাবি, তিনি সালমান খানকে চড় মেরেছিলেন। ৩০ ডিসেম্বর বিগ বসের ঘরে গিয়ে স্মোকিং করায় সালমানকে বাধা দিয়েছিলেন ওম। কিন্তু সালমান তার কোনো কথা শোনেননি বলে দাবি ওমের।
এরপর স্মোকিং জোনে গিয়ে সালমান তাকে অপমান করলে তিনি রাগ সামলাতে পারেননি এবং কষিয়ে থাপ্পড় মারেন সালমানকে।
ওমের দাবি, স্মোকিং জোনে কোনো ক্যামেরা না থাকায় ওই অ্যাপিসোড সম্প্রচার করা হয়নি। তবে সালমান এ বিষয় নিয়ে এখনো মুখ খোলেননি।