কুষ্টিয়ায় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা কমিটির ডিসি মাধ্যমে শেখ হাসিনা বরাবর স্মারক লিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক ॥ কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর আলোকে কুষ্টিয়ায় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা কমিটির ( বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সংগঠন) জেলা প্রশাসক মোঃ জহির রায়হান-এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর ২৬জুন’১৮ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসক কার্যালয়ে স্মারক লিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করেন জাতীয়করণ হতে যাওয়া কলেজ গুলোর শিক্ষকদের নিয়মিত বিসিএস এর বাইরে বিশেষ ধরণের নামকাওয়াস্তে পরীক্ষার মাধ্যমে ক্যাডারভুক্ত করা হবে। সংবাদে উদ্বিগ্ন ও হতাশ। এই প্রক্রিয়াটি পিএসসির নিয়োগ বিধির এবং আপনার সুচিন্তিত অনুশাসনের সাথে সাংঘর্ষিক। মেদা ও যোগ্যতার প্রতি এটা হবে অবিচার। তাই পুলিশী যাচাই ও বাছাই ও ছাড়পত্র ছাড়া ঢালাও আত্তীকরণ যেমন কাম্যা নয়, তেমনি নিয়মিত বিসিএস পরীক্ষার বাইরে বিশেষ পরীক্ষার মাধ্যমে ক্যাডার ভুক্তকরণ গোটা ক্যাডার সার্ভিসের জন্য অমর্যাদাকর এবং আপনার অনুশাসন , আইন ও ইনসাফের পরিপন্থী। আমরা এ বিষয়ে আপনার সদয় দৃষ্টির আশা বুকে লালন করে আসছি। আশাকরি আমরা কৃপাদৃষ্টি থেকে বঞ্চিত হবো না। স্মারক লিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তোফাজ্জেল হোসেন, কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান সিদ্দিকী, কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হাসেমুজ্জামান, কুষ্টিয়া সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মামুনুর রহমান সিদ্দিকী, কুষ্টিয়া সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক এনামুল হক প্রমুখ শিক্ষকবৃন্দ।