তিন দিন ব্যাপী অনুষ্ঠেয় ইন্দো-বাংলা মটরশোতে রানার অটোমোবাইলস লিমিটেড

ঢাকা প্রতিনিধি: তিন দিন ব্যাপী অনুষ্ঠেয় ইন্দো-বাংলা মটরশোতে রানার অটোমোবাইলস লিমিটেড নিয়ে এসেছে বিখ্যাত বাজাজ ব্র্যান্ডের তিনটি উচ্চ প্রযুক্তির মডেল – আরইএলপিজি, ম্যাক্সিমা ডিজেল ও আরই কার্গো থ্রি-হুইলার।
দেশে এলপিজি ব্যবহারের প্রয়োজনীয়তা বৃদ্ধি এবং এলপিজি ফিলিং ষ্টেশনের সংখ্যা বাড়ার কথা চিন্তায় রেখেই দেশীয় বাজারে এলপিজি চালিত এসব থ্রি-হুইলার নিয়ে আসা হয়েছে ।
রানার অটোমোবাইলস লিমিটেড এর কর্মকর্তাগণ মনে করেন যে, এলপিজি ফিলিং ষ্টেশনে বর্তমানে কম ভীড়ের কারণে থ্রি-হুইলারের চালকগণ সময় সাশ্রয় করতে পারবেন ।
আর বিশেষত্ব হলো, মালামাল পরিবহনের জন্য বাজারজাতকৃত বাজাজ থ্রি-হুইলার এই জাতীয় যানের বেলায় নতুন সংযোজন।বর্তমানে বাংলাদেশে হালকা মালামাল বহনে স্থানীয়ভাবে তৈরী যান ব্যবহার হয় যা অনিরাপদ। অন্যদিকে চার চাকার যান ব্যবহার ও হালকা মালামাল বহনে সাশ্রয়ী নয় । এ দুয়ের অপূর্ণতা পূরণে বাজাজ থ্রি-হুইলার খুবই উপযোগী বলে মনে করেন সংশ্লিটরা।
ডিজেল চালিত ম্যাক্সিমাডিজেল শহর ও গ্রামের ব্যবসায়ীদেও জন্য একদিকে যেমন উপযোগী তেমনি ব্যয় সাশ্রয়ী বলে মত দেন তারা। এসব যানের খুচরা যন্ত্রাংশ এবং বিক্রয়োত্তর সেবা সারাদেশে পৌছে দিতে রানার অটোমোবাইলস লিমিটেড রয়েছে সুবিসৃত পরিবেশক নেটওর্য়াক ।
#সফিউল্লাহ আনসারী