শ্রীপুরে ভোরের ডাকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:-
গাজীপুরের শ্রীপুরে দৈনিক ভোরের ডাকের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। রোববার দুপুর ১টায় শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে এ কর্মসুচী হয়।দৈনিক আলোকিত প্রতিদিনের সাংবাদিক আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেইলী স্টারের সাংবাদিক শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগী প্রধান প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ।
দৈনিক ভোরের ডাকের শ্রীপুর প্রতিনিধি এবং শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মো: আক্তার হোসেনের পরিচালনায় এ কর্মসুচীতে উপস্থিত ছিলেন শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মো. তায়েব হোসেন, প্রভাষক সাফিনূর কামাল, দৈনিক করতোয়ার সাংবাদিক মোক্তার হোসেন, দৈনিক তৃতীয়মাত্রার মো. জাহিদুল ইসলাম, আলোকিত নিউজের স্টাফ রিপোর্টার শাহাদাত হোসেন সাদেক, দৈনিক বর্তমান সময়ের নজরুল ইসলাম শেখ, যায়যায় সময় ডটকমের স্টাফ রিপোর্টার শেখ রমজান হাসান নূর, গাজীপুর প্রতিনিধি মো. জসীম উদ্দিন, দৈনিক শিরোমনির রাকিব আকন্দ, দৈনিক ঢাকার ডাকের সাংবাদিক আরিফুল ইসলাম আবীর, দৈনিক দেশকালের সাংবাদিক রাতুল মন্ডল, দৈনিক জনতার শেখ আকতার হোসেন, দৈনিক ফলাফলের আরমান হোসেন মাসুম, দৈনিক মানবজমিনের সাংবাদিক এনামুল হক আকন্দ, বিডি মর্নিং ডটকমের শ্রীপুর প্রতিনিধি সাখাওয়াত হোসেন সানি, শিক্ষক মামুন সরকার, পত্রিকা পরিবেশক নূরুন্নবী প্রমূখ।
অনুষ্ঠানের শেষে একটি র্যালী শ্রীপুর পৌর শহর প্রদক্ষিণ করে।