ভালুকায় শ্রী কৃষ্ণের জন্ম অষ্টমী পালিত
ভালুকা নিউজ.কম; স্টাফ রির্পোটার: ভালুকা উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্ম অষ্টমী উৎসব পালিত হয়েছে। শনিবার (৫সেপ্টেম্বর) সকালে উপজেলার হবিরবাড়ী সিড্ষ্টোর বাজারে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, ছাত্র যুব ঐক্য পরিষদ হবিরবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি শ্রী প্রশান্ত চন্দ্র সরকার (রাজীব) এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী পাখির চালা ব্যাপ্টিষ্টচার্চ স্কুল থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদণি শেষে স্কুলে এসে সংপ্তি আলোচনা সভায় মিলিত হয়।
শ্রী প্রশান্ত চন্দ্র সরকার (রাজীব) এর সভাপতিত্বে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, ছাত্র যুব ঐক্য পরিষদের হবিরবাড়ী ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নিবাস গাবিলের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ জুলাহাস উদ্দিন মাস্টার, শিল্পপতি জনাব মোঃ আবুল কালাম আজাদ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, ঐক্য পরিষদের ভালুকা উপজেলা শাখার সভাপতি জং সাংমা, ভালুকা উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী রতন ঘোষ। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, ছাত্র যুব ঐক্য পরিষদের ভালুকা উপজেলা শাখার আহ্বায়ক বিপ্লব দাস ও সদস্য সচিব রানা সরকার, মিঠু সরকার প্রমূখ।