বিপথগামী শিক্ষকদেরও নজরদারির মধ্যে আনতে হবে : শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘জঙ্গিবাদ’ রোধে পাঠ্যক্রমের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকা- বাড়াতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শুধু শিক্ষার্থীই নয়, যেসব শিক্ষক বিপথে গেছে তাদেরকেও নজরদারির আওতায় আনতে হবে।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সিলেবাসের শিক্ষার সাথে সৃজনশীলতার চর্চা করলে শিক্ষার্থীরা মেধা চর্চার সুযোগ পাবে। ফলে তারা সংস্কৃতি মনোভাবাপন্ন হয়ে গড়ে উঠবে।
শিক্ষামন্ত্রী আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদ মুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক এক শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। শ্রেণীকক্ষে শিক্ষক সঠিক পদ্ধতিতে পাঠদান করলে শিক্ষার্থীর বিপথে যাবার সুযোগ থাকে না।
নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শুধু শিক্ষার্থীই নয়, যেসব শিক্ষক বিপথে গেছে তাদেরকেও নজরদারির আওতায় আনতে হবে। শিক্ষার্থীর পাশাপাশি কোনো শিক্ষক যেন ধর্মের অপব্যবহার করে বিপথে যেতে না পারে, সেজন্য তাদের কাউন্সিলিং করার উপরও গুরুত্বারোপ করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে একটি অপশক্তি দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। সেই সংকট থেকে বেরিয়ে বাংলাদেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন দেশকে আবার জঙ্গিবাদে পরিণত করার চেষ্টা চলছে।
এসময় তিনি হুঁশিয়ারি করে বলেন, আইনের পাশাপাশি সামাজিক আন্দোলনের মাধ্যমে দেশ থেকে জঙ্গিবাদের শিকড় সমূলে উপড়ে ফেলা হবে।
এ সময় শিক্ষক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান,মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় বিভাগের সচিব সোহরাব হোসেন,কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো: আলমগীর ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মাহবুবুর রহমান ।
বক্তরা বলেন, ‘জঙ্গি’বাদমুক্ত শিক্ষাঙ্গন করতে শিক্ষক,অভিভাবক ও স্থানীয় প্রশাসনের সহযোগিতার প্রয়োজন। এ জন্য প্রতিক্রিয়াশীল ব্যক্তি নয় প্রগতিশীল ব্যক্তির অংশগ্রহণ জরুরী বলেও উল্লেখ করেন তারা।
তারা বলেন, ‘জঙ্গি’বাদবিরোধী সমাবেশ একটি চলমান প্রক্রিয়া। মানসিক দৃষ্টিভঙ্গীর পরিবর্তন করে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে এলেই বাংলাদেশ ‘জঙ্গি’মুক্ত হবে।
সমাবেশে আগত শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্র : বাসস