ভালুকা পিকআপ খাদে নিহত-২ আহত-২
ভালুকায় বৃহস্পতিবার ৩১ র্মাচ ভোরে ঢাকা – ময়মনসিংহ মহা সড়কের নাইবের বাজার নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে পড়ে গেলে ২জন নিহত ও ২জন আহত হয়।
জানা যায়, নরসিংদী থেকে লোনা ইলিশ নিয়ে পিক আপটি ময়মনসিংহের ত্রিশালে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছার পর পিছন থেকে আসা একটি ট্রাক ওভারকেট করে সামনে গিয়ে চাপ দিলে পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ফুট নিচে রাস্তার পাশে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার ২জনকে মৃত ঘোষণা করে। নিহতে মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তার বাড়ি নরসিংদী জেলায় তার নাম বলাই (২৫) অপর আরেক জন পুরুষ ব্যক্তির পরিচয় জানা যায়নি। আহতরা হলেন, পিকআপ চালক সুজন (২৪) ও হেলপার রুমান(২২)। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে খাদ থেকে পিকআপটি উদ্ধার করে। ভালুকা মডেল থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে।