ভালুকাসারা ভালুকা
ভালুকায় জিয়াউর রহমানের শাহদাত বার্ষিকী পালিত
ভালুকা নিউজ ডট কম: ময়মনসিংহের ভালুকা উপজেলায় জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় ও ভালুকা বাজার বড় মসজিদে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (৩০ মে ) দুপুরে আলোচনা সভা, মিলাদ মাহফিল,দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আমান উল্যাহ খান বাদল, মতিউপর রহমান মিল্টন, আহামেদ উল্যাহ খান ইসলাম, শাহ মোহাম্মদ সুজন ও মাসুদ রানা।
অপর দিকে পৌর বিএনরি সাধারণ সম্পাদক হাদিসুর রহমান খান হাদিস ও ভালুকা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব হাতেম আলী খান ভালুকা বাজার বড় মসজিদে বাদ জহুর দোয়া ও মিলাদের আয়োজন করেন।