ভালুকা উপজেলাসারা ভালুকা
ভালুকায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা

ভালুকা নিউজ ডট কম: ভালুকা উপজেলায় (২০জুলাই) বুধবার উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ভালুকায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে । এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম মোস্তফা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা রোমানা শারমিন, হাজী আব্দুর রহমান, সাদিকুর রহমান তালুকদার, রওনাক শিহাব রব্বানী খাজা, সেলিনা রশিদ ও আবু আক্তার খোকা প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।