ভালুকার স্কয়ার মাস্টারবাড়ীতে হোটেল ভাঙচুর-লোটপাট

ভালুকা নিউজ ডট কম; বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় একটি খাবার হোটেলে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৩ আগষ্ট) ভোরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী এলাকায়। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মাস্টারবাড়ী আঃ রশিদ প্লাজার সামনে অবস্থিত হোটেল শাহজালালে ঘটনার সময় ৮/১০ জনের একদল লোক দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে হোটেলের আসবাবপত্র ও ক্যাশ বাক্স ভাঙচুর করে। এ সময় দুর্বৃত্তরা ক্যাশ বাক্সের তালা ভেঙে নগদ ২৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় হামলাকারীরা ক্যাশে বসে থাকা হোটেল মালিকের ছোট ভাই শফিক ও হোটেলের ২ কর্মচারীকে মারধর করে।
শফিক জানান, প্রতিদিনের মতো আমি বুধবার ভোরে হোটেল খুলি। ভোর ৬টায় দিকে ৮/১০ জন লোক হঠাৎ করে অস্ত্রসস্ত্র নিয়ে হোটেলে এসে ভাঙচুর চালায়। এ সময় তারা আমাকে বলে চান মিয়ার সাথে তোরা লাগতে গিয়েছিস, তার সাথে আবার লাগতে গেলে তোদেরকে জানে মেরে ফেলবো। আজকের পর থেকে আর হোটেল খোলবিনা। এ সময় তারা আমাকে মারধর করে ক্যাশ থেকে ২৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। এতে হোটেলের প্রায় ৩০/৩৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার সময় হোটেলে খাবাররত স্থানীয় বাজারের মুরগী ব্যবসায়ী স্বপন ও মাংস ব্যবসায়ী সোহেল ঘটনার কথা স্বীকার করে। তারা এ সময় খাবার ফেলে দৌড়ে হোটেল থেকে বের হয়ে যান। এ ঘটনায় হোটেল মালিক হানিফ মিয়া বাদি হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
হোটেল মালিকক হানিফ মিয়া জানান, আমার প্রতিবেশি দোকানদার মোঃ চান মিয়া ব্যবসায়ীদের সমবায় সমিতির ক্যাশিয়ার থাকা অবস্থায় ১৬ লাখ টাকা আত্মসাৎ করে এ নিয়ে তার সাথে কিছুদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এর জের ধরেই সে তার লোক দিয়ে এ হামলা ও লোটপাটের ঘটনা ঘটিয়েছে।
অভিযোগ তদন্তকারী ভালুকা মডেল থানার এস আই জাকির হোসেন জানান, আমি ঘটনাস্থল পরিদর্শণ করেছি। প্রাথমিক অবস্থায় ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।