সারা ভালুকাহবিরবাড়ি

ইয়াবাসহ নারী গ্রেফতার


বিশেষ প্রতিনিধি: ভালুকায় ৭শ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফরিদা পারভীন (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
জানা যায়, ময়মনসিংহ র‌্যাব-১৪ এর জৈষ্ঠ্য সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম আরা বেগমের (পিপিএম) নেতৃত্বে একদল র‌্যাব সদস্য গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ফরিদা পারভীন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৭শ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত ফরিদা পারভীন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ফরিদপুর গ্রামের আবু বকরের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে ভালুকা ও শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button