বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে জাতীয় সংসদে শোক

সংসদ প্রতিবেদক: কিউবার সাবেক প্রেসিডেন্ট ও বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে জাতীয় সংসদের অধিবেশনে শোক প্রস্তাব আনা হয়েছে। এছাড়া থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলাদেজ, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহসহ সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী কয়েকজন সংসদ সদস্য ও বিশিষ্টজনের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।
বোরবার বিকেল ৪টা ১০ মিনিটে দশম জাতীয় সংদের ১৩তম অধিবেশনের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে এ শোক প্রস্তাব উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।
শোক প্রস্তাবে স্পিকার সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় সংসদে বিশিষ্টজনদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।
আজ থেকে শুরু হওয়া বর্তমান সংসদের বৈঠকের শুরুতেই সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন করা হয়। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের বৈঠকে তারা সভাপতিত্ব করবেন। এরা হলেন- মীর শওকত আলী, সাগুফতা ইয়াসমিন, মাহমুদ আলী, ফখরুল ইসলাম ও নজরুল ইসলাম। এরপর শোক প্রস্তাব আনা হয়।
সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক
সংসদের বৈঠক শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির ১৩তম বৈঠক সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, আ স ম ফিরোজ এবং আনিসুল হক বৈঠকে অংশ নেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, দশম জাতীয় সংসদের ১৩তম অধিবেশন আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৪টা থেকে এ অধিবেশন শুরু হবে। তবে প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন।
বাংলাদেশ জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।