রাজনীতি
বারডেমের পথে শাকিলের মরদেহ

ঢাকা :প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহবাহী অ্যাম্বুলেন্স যোগে গুলশান-২ সামদাদো জাপানিজ কুইজিন রেস্টুরেন্ট থেকে বারডেম হাসপাতালে নেয়া হচ্ছে। মঙ্গলবার বিকেল ৫ টা ৫০ মিনিটের দিকে মরদেহবাহী গাড়িটি বারডেম হাসপাতালের উদ্দেশ্যে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। জানা গেছে, শাকিলের মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে। আগামীকাল বুধবার তার ময়নাতদন্ত করা হবে। পরে বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা হবে। সেখান থেকে মরদেহ তার বাড়ি ময়মনসিংহের বাগমারায় নেয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের সামদাদো রেস্টুরেন্টে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল (৪৮)।