ফ্যাশনলাইফ স্টাইল
চীন দেশের ফ্যাশন

চীনাদের দেশের ইতিহাস এবং সংস্কৃতির সাথে তাদের পোশাকের ধরন অনেকভাবে জড়িত। তাদের সাধারণ ধরনের পোশাক হয়ে থাকে বাম দিক থেকে ডান দিকে মোড়া, যার উপরে ব্লাউজ এবং নিজের দিকটা লম্বা স্কার্ট। এটি তাদের দেশের ঐতিহ্যর সাথে জড়িত। যা তাদের সংস্কৃতির মূল ভাব প্রকাশ করে।
চীনাদের পোশাকের এই ধারণায় বর্তমানে কিছু পরিবর্তন এসেছে। এখনকার চায়নার অধিবাসীরা ওয়েস্টার্ন পোশাক পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে তারা টেলিভিশন এবং বিভিন্ন মাধ্যমে তাদের ঐতিহ্যকে তাদের পোশাক দিয়ে ফুটিয়ে তুলতেই ভালোবাসে। এখনো চীনারা তাদের বিভিন্ন অনুষ্ঠানে এবং ধর্মীয় অনুষ্ঠানে তাদের এই বিশেষ ধরনের পোশাক পরতেও ভালোবাসে।