বিভাগীয় খবরময়মনসিংহ
ঝিনাইগাতীতে প্রথম আলো বন্ধু সভার শীত বস্ত্র বিতরণ

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী: শেরপুরের ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠে মঙ্গলবার সকালে জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলো বন্ধু সভার উদ্দ্যোগে হত-দরিদ্র ও শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। উক্ত শীত বস্ত্র অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, স্থানীয় হাজি অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে কুলছুম, আরটিভি’র জেলা প্রতিনিধি ও সাইন এর নির্বাহী পরিচালক মুগনিউর রহমান মনি, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি এম খলিলুর রহমান। আরোও বক্তব্য রাখেন, প্রথম আলো’র জেলা প্রতিনিধি দেবষীশ শাহা রায়, বন্ধু সভার সহ-সভাপতি শ্রাবণ আহম্মেদ ও সাধারণ সম্পাদক মাসুকুর রহমান মিশুক। ৫০জন হত-দরিদ্র ও শীতার্থদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। এসময় বন্ধু সভার অন্যানত সদস্য ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।