হবিরবাড়ীতে চেয়ারম্যান বাচ্চুর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে শপথ

ভালুকানিউজ ডটকম; বিশেষ প্রতিনিধি: উপজেলার হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চুর নেতৃত্বে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গত শুক্রবার ইউনিয়নের পাড়াগাঁও ও মনোহরপুর গ্রামে মাদক বিরোধী শপথ অনুষ্ঠিত হয়। এতে এলাকার তরুন যুবক ও সকল পেশা শ্রেণীর মানুষের অংশগ্রহণ করে। পাড়াগাঁও এলাকার স্বরস্বতী পূজা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মাদক বিরোধী শপথের সময় চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু ছাড়াও উপস্থিত ছিলেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর-রশিদ, ইউনিয়ন যুবলীগের যুগ্নসম্পাদক জুয়েল রানা, স্বাস্থ্য পরিবার কল্যান সম্পাদক মনিরুজ্জামান।
মনোহরপুর এলাকায় মাদক বিরোধী শপথের সময় চেয়ারম্যানের সাথে ছিলেন ৯নং ওয়ার্ড সদস্য মোঃ খলিলুর রহমান, যুবলীগ ৮নং ওয়ার্ডের সভাপতি রাসেল আহাম্মেদ ও ৯নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক।
ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু ভালুকানিউজ ডটকম কে জানান, মাদকের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে‘মাদক সেবন করবোনা’ শ্লোগানের মাধ্যমে এ শপথ অনুষ্ঠিত হয়।
এর আগেও ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চুর নেতৃত্বে জুয়া ও মাদকের বিরোদ্ধে একাধিক অভিযান পরিচালিত হয়। এ ধারা সামনেও অব্যাহত থাকবে বলে জানান চেয়ারম্যান বাচ্চু।