ভালুকায় ইমামদের নিয়ে মাদক বিরোধী মত বিনিময় সভা

ভালুকা নিউজ ডট কম, বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নকে মাদক মুক্ত করার লক্ষ্যে মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সভাপতি সাধারণ সম্পাদকদের অংশগ্রহনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে (৯ফেব্রুয়ারী) বৃহস্পতিবার দুপুরে ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন- হবিরবাড়ীকে মাদক, জুয়া, বাল্য বিয়ে, ইভটিজিং, নারী নির্যাতন মুক্ত করতে হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চুর উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। এ লক্ষ্যে মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সভাপতি সাধারণ সম্পাদকদের ভূমিকা অপরিহার্য। এ সময় মাদকবিরোধী কমিটি গঠন করায় তিনি একাত্বতা পোষন করেন। মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর-রশিদ (পিপিএম)। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য নাজমা ইসলাম, শাহনাজ আক্তার, রেহেনা বেগম, ইউপি সদস্য মোঃ জহিরুল হক বিল্লাল, রফিকুল ইসলাম (ঈসমাইল), মোঃ শাহজাহান খান, মোঃ খলিলুর রহমান মাসুদ, মোঃ আবুল হাসেম ঢালী, আব্দুর রাশিদ ঢালী, বুল বুল ইসলাম, হাফিজ উদ্দিন মৃধা, দেলোয়ার হোসেন। মাওঃ হাবিবুর রহমান, মাওঃ মোস্তফা কামাল, মাওঃ কামাল হোসেন, মাওঃ শাহাব উদ্দীন শেখ, মোঃ আমির হামজা, মোঃ আবুল হাসেম,শাহাব উদ্দীন তালুকদার, আঃ ছাত্তার মাষ্টার মোঃ নজিবুল হোসেন নেভী, মুফতি রফিকুল ইসলাম, কারী মোঃ একরামুল হক প্রমুখ।
সভায় এলাকার গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন। পরিশেষে সেচ্ছাসেবী সংগঠন টিসিসি’র সদস্যদের তত্তাবধানে উপস্থিত সবাইকে আপ্যায়ন করা হয়।