ভালুকায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি: শনিবার (৪মার্চ) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের ভালুকা পৌরসভার ১নং ওয়ার্ড এলাকার আন্ধার বিলের পাড় থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে পথচারীরা মহাসড়কের পশ্চিম পাশে আনুমানিক ৩০ ফুট নিচে আন্ধার বিলের পাড়ে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে ভালুকা মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তার গলায় ও থুতনিতে আঘাতের চিহ্ন রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত নারীর নাম-পরিচয় মিলেনি, মহিলার আনুমানিক বয়স ৪০/৪৫ বছর হবে। গায়ের রং সাদা, পরণে ছিল কমলা রংয়ের প্রিন্টের ম্যাকসি, নীল রংয়ের প্যাটি কোড।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হযরত আলী জানান, কে বা কারা এই নারীকে হত্যা করে শুক্রবার রাতের কোনো এক সময় এখানে ফেলে রেখে গেছে। ময়না তদন্তের পর হত্যার কারণ জানা যাবে। আমরা লাশের ছবি উঠিয়ে ফেসবুকে দিয়েছি। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।