ভালুকায় টিসিসি‘র মাদকবিরোধী রোড ক্যাম্পেইন

ভালুকা নিউজ ডট কম; বিশেষ প্রতিনিধি: ৮মার্চ বুধবার সকাল ১১ টায় ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন টিসিসির মাদকবিরোধী রোড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন দি চ্যারিটেবল সার্কেল (টিসিসি)র উদ্যোগে হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ সহযোগিতায় এ রোড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু ও টিসিসির প্রেসিডেন্ট হাজী আব্দুর রাজ্জাক ঢালীর নেতৃত্বে হবিরবাড়ী ইউনিয়নের মাস্টারবাড়ী, ঝালপাজা, মনোহরপুর, কাশর, খন্দকারপাড়া,পাড়াগাঁও এলাকায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ক্যাম্পেইন করা হয়। ক্যাম্পেইনে রঙের বাউল ফেরদৌস তার দল নিয়ে মাদকবিরোধী সংগীত পরিবেশন করে।
এ সব ক্যাম্পেইনে বক্তব্য রাখেন- হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু, টিসিসির প্রেসিডেন্ট হাজী আব্দুর রাজ্জাক ঢালী, মোঃ রমজান আলী সরকার, হাজী সালা উদ্দিন, ইউপি সদস্য খলিলুর রহমান, ইউপি সদস্য দেলোয়ার হোসেন,নজরুল ইসলাম তপন মাস্টার প্রমুখ।
ক্যাম্পেইনে টিসিসির সকল কর্মকর্তা, হবিরবাড়ীর সকল ইউপি সদস্য, বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ,সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল ভালুকা নিউজ ডট কম।