জামিরদিয়া ক্রিকেট লীগ’১৭ ফাইনাল অনুষ্ঠিত

ভালুকা নিউজ ডট কম; বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে আঞ্চলিক ক্রিকেটের সবচেয়ে বড় আসর জামিরদিয়া ক্রিকেট লীগ-২০১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
জামিরদিয়া ইনোভেটিব সোসাইটির আয়োজনে শিল্পাঞ্চল জামিরদিয়া (হামীম ট্রেক্সটাইল) মিল সংলগ্ন মাঠে শুক্রবার (১০ মার্চ) বিকেলে অনুষ্ঠিত হয় জামিরদিয়া ক্রিকেট লীগ-২০১৭ এর ফাইনাল খেলা।
বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাজী আঃ রউফের সভাপতিত্বে খেলার উদ্ভোধন করেন মেধাসিঁড়ি মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক, জামিরদিয়া ইনোভেটিব সোসাইটির ভাইস প্রেসিডেন্ট মোঃ আবু হানিফা প্রধান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিরদিয়া ইনোভেটিব সোসাইটির প্রেসিডেন্ট মোঃ হাজী সালাহ্ উদ্দিন সরকার। বরেণ্য অতিথি ও প্রধান আলোচক হিসেবে ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য, সাবেক হবিরবাড়ী ইউনিয়নের প্যানের এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল। পুরস্কার বিতরণ করেন ভালুকা উপজেলা কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মতিউর রহমান, ব্যবসায়ী নাজমুল হক, হবিরবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ নাসির আল হোসাইন। খেলাটি পরিচালনা করেন আজিজুল হক ঢালী ও মহসিন আলম। খেলায় ফ্রেন্ডস্ ওরিয়রকে ১৫৪ রানের বিশাল ব্যাবধানে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে ফকির নাইট রাইডার্স। হাজার হাজার দর্শক মাঠের বাইরে বসে এবং দাড়িয়ে খেলাটি উপভোগ করেন।