ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

ভালুকা নিউজ ডট কম; বিশেষ প্রতিনিধি: ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১০টায় বিদ্যালয় মিলনায়তনে এ অভিভাবক সমাবেশ শুরু হয় এবং বেলা ২টা পর্যন্ত চলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশেকউল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও ছাত্র অভিভাবক মোঃ শাহাজাদা মিয়া,সহঃ প্রধান শিক্ষক খন্দকার মোশতাক আহম্মেদ,বিদ্যালয়ের শিক্ষক মোঃ রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটি’র সদস্য সাংবাদিক আব্দুল ওয়াদুদ মিয়া,বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মুখছেদুল ইসলাম,জিয়া উদ্দিন খান,মাহমুদুল হাসান ইমরান,আজাহারুল ইসলাম,মোস্তাকিম বিল্লাহ,ছাত্র অভিভাবক যথাক্রমে জাকির হোসেন,কামরুজ্জামান পাঠান,আলম,শামছুন্নাহার,আছমা আক্তার,আবুল কাশেম,দেলোয়ার হোসেন বিদ্যালয়ের ছাত্র ফারদিন,ইতু,গালিদ,সাগর,অরন্য,অনিক,রাজা প্রমুখ। মতবিনিময় সভায় ছাত্র উপস্থিতি বৃদ্ধি,ঝড়ে পড়া রোধ ও ক্লাশ থেকে ছাত্র পলায়ন বন্ধ কল্পে করনীয় সহ আসন্ন জেএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল নিশ্চিত করনের লক্ষ্যে ছাত্র-শিক্ষক ও অভিভাবগনের পরামর্শ গ্রহন করা হয়। সমাবেশে অভিভাবক ও শিক্ষার্থীদের নিকট থেকে মতামত গ্রহন করে তাৎক্ষনিক প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সমাধান দেয়া হয়।