ভালুকার হবিরবাড়ীতে আলোচনা সভা, বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ভালুকা নিউজ ডট কম; বিশেষ প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে জামিরদিয়া আব্দুল গনি মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়, আব্দুল গনি মাস্টার একাডেমী এবং আব্দুল গনি মাস্টার ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আলোচনা সভা, বৃত্তি প্রদান ও মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার (২৭ মার্চ) সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক লায়ন আলহাজ্ব মোহাম্মদ আবদুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর চেয়ারম্যান প্রফেসর মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানের উদ্ভোধন করেন জামিরদিয়া আব্দুল গনি মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও দাতা সদস্য আলহ্াজ্ব মোঃ আব্দুস ছাত্তার মাস্টার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য মোস্তফা কামাল, ভালুকা পৌর মেয়র ডা. একেএম মেজবাহ্ উদ্দিন কাইয়ূম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-জাকির, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর-রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, মোঃ জালাল উদ্দিন মন্ডল। অনুষ্ঠানের সার্বিক তত্তাবধানে ছিলেন হবিরবাড়ী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জামাল হোসেন, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ ময়মনসিংহ জেলা শাখার সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম ও আব্দুল গনি মাস্টার ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রফিকুল ইসলাম লিটন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন আলী আহাসন কবির।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আব্দুল গনি মাষ্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে ১শত ২৮জন শিক্ষার্থীর মাঝে ২হাজার টাকা করে ২লাখ ৭৫ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।