কবিতাসাহিত্য সাধনা
স্বাধীনতা আমার জান

-মুহা. মাহবুবুর রহমান
স্বাধীনতা আমার ঘ্রাণ
স্বাধীনতা আমার গান,
স্বাধীনতা আমার প্রাণ
স্বাধীনতা আমার আত্ন সম্মান,
স্বাধীনতা আমার জান।
স্বাধীনতা আমার বীণার সুর
স্বাধীনতা আমার স্মৃতি মধুর।
স্বাধীনতা আমার তুর্য্য
স্বাধীনতা আমার রক্তিম সূর্য্য।
স্বাধীনতা আমার নেশা
স্বাধীনতা আমার সকল আশা
স্বাধীনতা আমার মায়ের ভাষা।
স্বাধীনতা আমার ফকির আলমগীর
আব্দুল আলীমের গান,
স্বাধীনতা আমার জান।
স্বাধীনতা আমার কৃষাণ-কৃষাণীর
স্বাধীনতা আমার সকল গুণীর।
স্বাধীনতা আমার-
বাংলা মায়ের হাসি
স্বাধীনতা আমার –
সকল কান্নার ফাসিঁ।
স্বাধীনতা আমার –
প্রাণ চঞ্চল,
স্বাধীনতা আমার –
বাংলার প্রত্যন্ত অঞ্চল।
স্বাধীনতা আমার –
মায়ের আদেশ,
স্বাধীনতা আমার-
প্রিয় বাংলাদেশ ।।