
ভালুকা নিউজ ডট কম; ডেস্ক: মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ কি পেতে পারেনা ও বন্ধু ………..মুচকি হাসির ছলে যে ছেলেটির দিন কেটে যেত, কলেজ বাসা লেখাপড়া বন্ধুত্ব নিয়েই যার ছিল সুন্দর একটা জীবন। কয়েক সেকেন্ডের এক ঝড়ে লন্ডবন্ড হয়ে গেছে ছেলেটির জীবন। বলছি ময়মনসিংহ নটরডেম কলেজের মেধাবী ছাত্র শুভর কথা, যে গত পহেলা বৈশাখের আগের দিন কলেজথেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত হয়ে এখন ভর্তি আছে ঢাকা মেট্রোপলিটন হাসপাতাল এর ICU তে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যাচ্ছে প্রতিনিয়ত।
আপনাকে জানিয়ে রাখা ভালো- ওর অবস্থা এতটাই খারাপ যে প্রতিদিন প্রায় ৪০ হাজার টাকার মত খরচ যাচ্ছে, যা পরিবারের একার পক্ষে বহন করা সম্ভব নয়। তাই আপনার আমার মত কিছু মানুষের প্রতিনিয়ত বাড়তি ব্যবহৃত টাকা থেকে কিছু টাকা বাচিঁয়ে আমরাও পারি এই মেধাবী ছাত্রকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে।