মিডিয়া দেশ-বিদেশসংস্কৃতি-বিনোদন
বৃহস্পতিবারএনটিভি’র আজ সকালের গানে গাইবেন সোহাগ
ভালুকা নিউজ ডট কম; বিনোদন প্রতিবেদক: ক্লোজআপ ওয়ান তারকা সোহাগ আগামীকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৮.১০ এ এনটিভি’র আজ সকালের গান অনুষ্ঠানে গাইবেন। এই নিয়ে কথা হলো তার সাথে।
সোহাগ জানান- ফোক ও আধুনিক টাইপের ৫/৬টি গান থাকছে। গানগুলো নিয়ে এখন চর্চা করছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন লাইভ, স্টেজ শো ও একক এ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তার এ্যালবামের কাজ করছেন বরেণ্য শিল্পী বারী সিদ্দিকী। অতি শ্রীঘ্রই তার এ্যালবাম বাজারে আসছে বলেও তিনি জানান।