শিরোনামহীনসারা ভালুকা

লোহাবহ বনকোয় উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: ভালুকা উপজেলার লোহাবহ বনকোয় উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।বৃহস্প্রতিবার(২৭এপ্রিল) স্কুলের হলরুমে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সালাউদ্দিন।

নির্বাচনে ৩০৭ জন ভোটারের মধ্যে ২৪৯জন তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। ৮জন প্রার্থীর মধ্যে মো: আলী আকবর সাজু সর্বোচ্চ ভোট (২১৫)ভোট পেয়ে ১ম,হুমায়ুন কবির(২০৮)ভোট পেয়ে ২য়,মেুখলেছুর রহমান কাজী(২০২) ভোট পেয়ে  ৩য় এবং মোর্শেদ আলী(২০০)ভোট পেয়ে ৪র্থ স্থান অর্জন করেন।

সকাল১০টা থেকে শান্তিপুর্ণভাবে ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে।

সাংবাদিক মো: আলী আকবর সাজু‘র এ অর্জনে ভালুকানিউজ ডটকম তাকে অভিনন্দন জানাচ্ছে….!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button